সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: July 15, 2023 |
inbound7532194600780730325
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় পানিতে ডুবে আয়েশা খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হুলহুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু আয়েশা খাতুন স্থানীয় ভ্যান চালক সুলতান প্রামাণিকের মেয়ে।

হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আল তৌফিক পরশ জানান, শনিবার সকালে শিশু আয়েশা খাতুন তার বড় বোন সুস্মিতা খাতুনের সাথে বাড়ির পার্শ্বের একটি গাছে জাম কুড়াতে যায়।

পরে জাম কুড়ানো শেষে বড় বোন সেখানে বর্ন্যার পানিতে জাম ধুতে গেলে তার অগোচরে ছোট বোন আয়েশা খাতুন পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয়।

পরে সেখানে তাকে না পেয়ে বাড়িতে ফিরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

এর কিছুক্ষণ পর তার মৃতদেহ পানিতে ভেসে উঠলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Share Now

এই বিভাগের আরও খবর