ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত


মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন মালেককে বাড়ি এলাকায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক পোশাক কারখানার কর্মকর্তা (পিএম) নিহত হয়েছেন।
শনিবার সকাল ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ আলী জিন্নাহ (৪৫), সিরাজগঞ্জ কামারখন্দ থানার কুরাদিপুর গ্রামের আবৃদুর রশিদের ছেলে।
তিনি গাছা থানাধীন জাঝর এলাকার মোটেক্স ফ্যাশন কারখানার প্রোডাকশন ম্যানেজার (পিএম) হিসাবে কর্মরত ছিলেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন জানান, নিহত মোহাম্মদ আলী জিন্নাহ গাজীপুর মহানগরের চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন।
তিনি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে মহানগরীর গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা (ড্রাম ট্রাক) চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।