শহীদ শেখ কামালের জন্মদিন পালন করলো কুবি ছাত্রলীগের একাংশ
আপডেট: August 5, 2023
|


কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।
রবিবার (৫ আগস্ট) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আগামী কমিটিতে পদপ্রত্যাশী রেজা-ই-ইলাহী বলেন, ‘শেখ কামালের জন্মদিন উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়েছে৷’
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতা কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।