বায়োজিন কসমেসিউটিক্যালস -এর সাথে চুক্তি সাক্ষর করলো আইপিডিসি

আপডেট: August 5, 2023 |
inbound3825199375642424737
print news

আইপিডিসি ফাইন্যান্স-এর প্রধান কার্যালয়ে আইপিডিসি ও বায়োজিন কসমেসিউটিক্যালস-এর মধ্যে একটি চুক্তি সাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

আয়োজনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সাক্ষর করেন আইপিডিসি ফাইন্যান্স-এর হেড অফ লায়াবিলিটি সাখওয়াত হোসেন এবং বায়োজিন কসমেসিউটিক্যালস-এর সিনিয়র ম্যানেজার- অপারেশন্স জান্নাতুল ফেরদৌস।

এই চুক্তির ফলে আইপিডিসি প্রীতি গ্রাহক (আইপিডিসি’র রিটেল সেবার নারী গ্রাহক) এবং আইপিডিসি’র কর্মীরা বিশেষ কিছু সুবিধা উপভোগ করবেন।

সুবিধাসমূহের মধ্যে রয়েছে বায়োজিন স্কিনকেয়ার এবং বিউটি প্রোডাক্টস-এর বিভিন্ন পণ্যে ২০% পর্যন্ত ছাড়, বায়োজিন স্পেশালাইজড স্কিনকেয়ার ট্রিটমেন্টে ২০% ছাড়, বায়োজিন স্লিমিং সল্যুশনস-এ ২০% ছাড়।

 

Share Now

এই বিভাগের আরও খবর