শেখ কামালের জন্মবার্ষিকীতে যুবলীগের হুইলচেয়ার বিতরণ ও দোয়া মাহফিল

আপডেট: August 5, 2023 |
inbound3308920239812685708
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে হুইলচেয়ার বিতরণ ও দোয়া মাহফিল করেছেন মহানগর যুবলীগ।

গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে ৫ আগষ্ট শনিবার দুপুরে মহানগরীর ভোগড়া এলাকায় নিজ বাড়িতে হুইলচেয়ার বিতরণ শেষে,চান্দনা চৌরাস্তা একটি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে দোয়া মাহফিল মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, সাবেক সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ সরকার পাপেল,১৫ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির,১৪ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলামসহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর