বগুড়ার সারিয়াকান্দিতে জুয়াখেলাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫

আপডেট: August 5, 2023 |
inbound3514530189899301608
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিকান্দিতে জুয়া খেলাসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৪ আগস্ট) দিবাগত রাতে বগুড়ার সারিয়াকান্দি থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫ জনক গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন-১/মোঃ গাথলু মিয়া (৫২),পিতা-মৃত মন্তেজার মন্ডল সাং শামপুর, থানা সোনাতলা,২/ পল্লব মিয়া(৪০), পিতা- মৃত হায়দার আলী, স্হায়ী সাং জহুরুল নগর থানা- বগুড়া সদর, ৩/ সুমন ইসলাম(৩০), পিতা-শামসুল হক সাং হামছাপুর ধনুট মোড়, ৪/রুবেল আহম্মেদ (৩৩), পিতা-মৃত জহুরুল ইসলাম, সাংদড়িখাগা উভয় থানা শেরপুর জেলা বগুড়াগণকে জুয়া খেলা অবস্হায় গ্রেফতার করা হয়।

এছাড়াও ফৌঃকাঃবিঃ১৫১ ধারায় আসামী ৫/শাফিউল্লাহ সাজু(৪৫), পিতা-মৃত কমর উদ্দিন প্রামাণিক সাং কুবতলা পশ্চিমপাড়া, থানা- সারিয়াকান্দি জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়েছে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি)রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন,জুয়াখেলাসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদেরকে আজ শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্ত।

Share Now

এই বিভাগের আরও খবর