চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতে হাসপাতালে বায়োমেট্রিক চালু হবে

আপডেট: January 27, 2019 |
print news

এবার চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে আগামীতে হাসপাতালেও বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই সঙ্গে ঠিকমতো সেবা না দিলে তাদেরকে ওএসডি করা হবে বলেও জানান তিনি।

রবিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে এসে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

শেখ হাসিনা বলেন, চিকিৎসকদের দুই বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। এর মধ্যে এক বছর মেডিকেল কলেজে, অন্যবছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালে।

এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কার্যক্রম ও অগ্রগতি তদারকি করেন প্রধানমন্ত্রী। এছাড়া মন্ত্রণালয়ের একশ দিনের পরিকল্পনা বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর