ঝালকাঠিতে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট: August 27, 2023 |
inbound9126117357223655061
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে মাদক মামলায় মো. আবদুস সবুর মন্ডল (৫২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৭ আগষ্ট) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলাও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এরায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি মো. বেলায়েত হোসেন।

দণ্ডপ্রাপ্ত সবুর মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার আবু বক্কর মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় সে পলাতক ছিল।

এ মামলায় সাতক্ষীরার বালিয়াডাঙ্গা এলাকার মোহাম্মদ গাজী (৩৪) নামে অপর এক আসামিকে খালাস প্রদান করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌশলী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ স ম মুস্তাফিজুর রহমান মনু ভোরের কাগজকে জানান, ২০১৬ সালের ২৮ জানুয়ারি ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল ১০ম আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল ঝালকাঠি শহরতলীর গাবখান টোল প্লাজায় অভিযান পরিচালনা করে।

সেখান থেকে আসামি মো. আবদুস সবুর মন্ডলসহ দুজনকে একটি মহেন্দ্র পিকআপ গাড়িসহ আটক করে।

পরে পিকআপ গাড়ির ইঞ্জিনের সাথে বিশেষ কৌশলে আটকানো অবস্থায় ৩০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

ওইদিন বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ পরিদর্শক (এসআই) মুহাম্মাদ আবু খায়ের বাদী হয়ে সদর থানায় ১৯৯০ সনের ১৯ এর (১) ক্রমিক (৩) খ ধারায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

ওই বছরের ১ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই নজরুল ইসলাম আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন।

সাতজন সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে আদালতের বিচারক এ রায় প্রদান করেন। আসামির পক্ষে মামলা পরিচালনা করেন মো. হাফিজুর রহমান।

Share Now

এই বিভাগের আরও খবর