নুসরাত হত্যার বিচার দাবিতে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন ও সমাবেশ

সময়: 10:02 pm - April 16, 2019 | | পঠিত হয়েছে: 3 বার

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে মহিলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় সদস্য মেরিনা জাহান কবিতা প্রমুখ।

জাহাঙ্গীর কবির নানক বলেন, অপরাধীর কোনো দল নেই, অপরাধীর কোনো গোষ্ঠী নেই। তার পরিচয় সে অপরাধী। বর্বরোচিত ঘটনায় যারাই জড়িত থাকুন না কেন, কোনো ছাড় হবে না। শেখ হাসিনার আমলে কোনো অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। প্রত্যেক আসামিকে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে একটি রাজনৈতিক দল এই হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি শুরু করেছে। খুনির কোনো দল নেই। এ নিয়ে পানি ঘোলা করে কোনো লাভ হবে না।

Share Now

এই বিভাগের আরও খবর