সমালোচনার ঝড় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নিয়ে!

আপডেট: September 23, 2023 |
inu 3
print news

ভয়ানক অভিযোগে অভিযুক্ত মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ। অনুমোদিত কমিটিতে মাদক ও বিএনপি সংশ্লিষ্টর মহোৎসব। মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নিয়ে চলছে সর্বত্রই সমালোচনার ঝড়।

অভিযোগ রয়েছে, জেলা সভাপতি এম. এ সিফাদ কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম এর লাগামহীন, বেপরোয়া কমিটি বাণিজ্যের।এগুলোর একের পর এক সচিত্র প্রতিবেদন বের হয়ে আসছে। অনুমোদন পাওয়া কমিটির অধিকাংশের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা, বিএনপি পরিবারের সন্তান, বয়স জালিয়াতি, বিবাহিত, ছিনতাই মামলার আসামী এমনকি ধর্ষনে অভিযুক্ততার ভয়ানক বিস্তর অভিযোগ।

২০২১ সনের ২৬ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ কমিটি অনুমোদন দেওয়া হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি।

সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের ওই কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সাটুরিয়া থানায় ২০১৯ সালের ১৮ নভেম্বরে রয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলা। সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিম মাদক সেবনকারী ও ব্যবসায়ী অভিযোগ রয়েছে। মাদক গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রচারিত হয়। যদিও তিনি সুপার এডিটিং বলে দাবি করেন।

জেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রলীগের কমিটিতে ক্লিন ইমেজ এবং স্বাধীনতার স্বপক্ষের আওয়ামী পরিবার, ত্যাগী কর্মীর মূল্যায়ন কথা থাকলেও মাদক সংশ্লিষ্ট, মামলার আসামি, বিএনপি পরিবার দিয়ে কমিটির মহোৎসব।

সম্প্রতি শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগ কমিটিতে মাদকসেবী সজিবুর ইফতীকে সভাপতি ও বিএনপি পরিবার সন্তান আদিত্য পণ্ডিত রিশাকে সাঃ সম্পাদক করে।

সূত্র মতে, এমনই অরাজক পরিস্থিতিতে আজ দৌলতপুর ও ২৭ সেপ্টেম্বর শিবালয় উপজেলা কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ওই কর্মীসভায়ও মাদক সংশ্লিষ্ট, সাবেক ছাত্রদল নেতা ও মামলার আসামি পদপ্রত্যাশী জানা যায়। দৌলতপুর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতোয়ার রহমান সভাপতি, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান রাজু সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক শেখ পলাশ সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। আতোয়ার একসময়ে উপজেলা ছাত্রদল নেতা ছিলেন ও ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গে মতিলাল ডিগ্রি কলেজ সহ-সভাপতি পদ হতে বহিষ্কৃত। এছাড়াও ভূমি দখলে অভিযুক্ত। হাবিবুর রহমান রাজু বিবাহিত, নারী কেলেঙ্কারি জড়িত এবং ইতিপূর্বে মাদক সহ গ্রেফতারকৃত বহিষ্কৃত। যুগ্ম সাধারণ সম্পাদক শেখ পলাশও মাদক সেবনের ভিডিও ভাইরাল ও কারবারি। অভিযুক্ত সকলেরই বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন, যদি কোনো ছাত্রলীগ নেতাকর্মী মাদক, বিএনপি রাজনীতি সংশ্লিষ্ট থাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী সম্মেলনে যে কমিটি দেওয়া হবে তাতে বিষয় গুলি বিবেচনায় কমিটি দেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর