চিতলমারীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: September 27, 2023 |
Boishakhinews24 27
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীতে ৪০২ পিছ ইয়াবা সহ আয়েশা আক্তার (৩৮) নামে এক নরী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পরানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার কৃত আয়েশা আক্তার উপজেলার পরানপুর গ্রামের মো: মাসুদ শেখের স্ত্রী।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্বিত্তে উপজেলার পরানপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আয়েশা আক্তার এর কাছে পলিথিনে মোড়ানো ৪০২ পিছ ইয়াবা উদ্ধার করা হয় ও তার স্বামী মৃত আবুল কালাম আজাদ শেখের ছেলে মোঃ মাসুদ শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর