সাবেক উপমন্ত্রী এ.এফ.এম. ফখরুল ইসলাম মুন্সী মারা গেছেন

আপডেট: October 21, 2023 |
inbound6320951083990535090
print news

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, সাবেক অর্থ উপমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের (এমপি) পিতা তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।

শনিবার (২১ অক্টোবর) ভোর সকাল ৪টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুলসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।

তার প্রথম জানাযা নামাজ দেবিদ্বার উপজেলার নিজ গ্রামে বনকুটে দুপুর ১২টায়, পরে ২য় জানাযা বাদ যোহর রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, তৃতীয় জানাযা সংসদ ভবন বাদ আসর, চতুর্থ জানাযা গুলশান সোসাইটি মসজিদের ৬৬ নং রোড অনুষ্ঠিত হবে। পরে বাদ মাগরিব শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার থেকে জানা যায়।

Share Now

এই বিভাগের আরও খবর