নাটোরে ক্রিস্টাল মেথ আইসসহ দু’জন আটক

আপডেট: October 21, 2023 |
inbound6405285330893494202
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ তারেক হোসেন (২০) ও রবিউল আওয়াল (৩২) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৭ লাখ টাকা মুল্যের ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নাটোর ডিবি পুলিশের এস,আই রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যার পর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ জেলার সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে তারেক হোসেন এবং একই উপজেলার ঢাকঢোল ডাঙ্গাপাড়ার জহিরুল ইসলামের ছেলে রবিউল আওয়ালকে গ্রেফতার করা হয়।

এস,আই রফিকুল আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ নাটোর জেলার বিভিন্ন এলাকায় ক্রিস্টাল মেথ আইস,ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

নাটোরে এটা নিয়ে দ্বিতীয় বারের মতো ক্রিস্টাল মেথ আইস নামে ক্রেজি মাদক ধরা পড়ল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর