মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জয়পুরহাটে বিএনপির প্রস্তুতি সভা

আপডেট: October 22, 2023 |
inbound6839285252536315455
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ  আগামি ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষে জয়পুরহাটে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে থানা রোডের পার্শ্বে পাঁচবিবি থানা ও পৌর বিএনপি’র নেতা-কর্মীদের  নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রব বুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।

সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পাঁচবিবি পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, পৌর বিএনপির আহবায়ক সদস্য রেজাউল করিমসহ পাঁচবিবি থানা ও পৌর বিএনপি’র বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Share Now

এই বিভাগের আরও খবর