শিক্ষার মান উন্নত না করলে টিকে থাকা কঠিন হবে: মতিয়া চৌধুরী

সময়: 11:03 pm - May 18, 2019 | | পঠিত হয়েছে: 3 বার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শিক্ষার মান আরো উন্নয়ন করতে হবে নতুবা প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকা কঠিন হবে। শিক্ষা হতে হবে যুগোপযোগী।

শনিবার নির্বাচনী এলাকা নকলায় ৫০৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে থ্রি-পিস ও ২ হাজার অসহায় দুঃস্থদের মাঝে শাড়ি বিতরণকালে এসব কথা বলেন তিনি। উপজেলার ১০টি স্থানে ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

তিনি আরো বলেন, গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না। গাধা গাধাই থাকে, আর ঘোড়া ঘোড়াই থাকে। সুতরাং শিক্ষার মানোন্নয়ন প্রয়োজন।

 

মতিয়া চৌধুরী নিজ তহবিল থেকে নালিতাবাড়ীর রূপনারায়নকুড়া, মরিচপুরান ও নালিতাবাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের টপ টেন মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে থ্রি-পিস ও প্রতি ইউনিয়নে ২০০ জন করে হতদরিদ্র নারীর মাঝে শাড়ি বিতরণ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর