বিরাট কোহলির নতুন রেকর্ড

আপডেট: November 15, 2023 |

 

ক্রিকেটকে অনেকেই বলেন রেকর্ড ভাঙা-গড়ার খেলা। এই প্রতিযোগিতায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। আজ মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ইতিহাসের সামনে কোহলি। ছুটছেন প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির অর্ধশতকের পথে।

এই রেকর্ড হাতছানি দেওয়া অবস্থায় দুটি রেকর্ডে নাম তুলেছেন কোহলি। অর্ধশতক পূর্ণ করার পর ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকার ও সাকিব আল হাসানকে। নির্দিষ্ট একটি বিশ্বকাপে এত দিন যৌথভাবে সর্বোচ্চ ফিফটির মালিক ছিলেন শচীন (২০০৩ সাল), সাকিব (২০১৯ সাল) ও কোহলি। তিনজনের ফিফটি ছিল সাতটি করে।

আজ বাকি দুজনকে ছাড়িয়ে এককভাবে চূড়ায় কোহলি। বর্তমানে আটটি অর্ধশতকের মালিক তিনি।
একই সঙ্গে নির্দিষ্ট একটি বিশ্বকাপে সর্বোচ্চ রানের নিরিখেও শচীনকে টপকে শীর্ষে কোহলি। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করে এত দিন চূড়ায় ছিলেন ভারতীয় কিংবদন্তি।

আজ সেটি ছাড়িয়ে গেছেন কোহলি।

Share Now

এই বিভাগের আরও খবর