রাণীশংকৈলে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপডেট: March 27, 2024 |

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

২৭ মার্চ (বুধবার) সকালে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বীজ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে কৃষি প্রণোদনার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক আবু তাহের, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, মোবারক আলী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষাণিরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে,খরিপ-১পাট ও উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৩ হাজার ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার কৃষি প্রণোদনা হিসেবে সহায়তা প্রদান করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর