মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ২৬

আপডেট: June 12, 2024 |
inbound3998725238119850337
print news

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১১ জুন) থেকে বুধবার (১২ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা, ৪১ গ্রাম হেরোইন, ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৯৬ ক্যান বিয়ার ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর