কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে: তাপস

আপডেট: June 12, 2024 |
inbound6043727576680819984
print news

ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে৷

আর তাই দুই দিনের মধ্যেই কোরবানি করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

বুধবার (১২ জুন) জাতীয় ঈদগা ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে৷ আর তাই দুই দিনের মধ্যেই কোরবানি করার জন্য বলা হয়েছে ঢাকাবাসীকে।

তিনি বলেন, ঈদ উল আজহার জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হচ্ছে৷ আশঙ্কা করা হচ্ছে, ঈদের দিন ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে৷ সে অনুসারে প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ৷

পুরুষ-নারী সবাইকে ঈদ জামায়াতে অংশ নেয়ার আহ্বান জানান দক্ষিণের মেয়র।

Share Now

এই বিভাগের আরও খবর