পরলোকে চিত্রনায়িকা সুনেত্রা

আপডেট: June 14, 2024 |
boishakhinews 18
print news

চলচ্চিত্রের সোনালী সময়ের চিত্রনায়িকা সুনেত্রা আর নেই। গত ২৩ এপ্রিল ভারতের কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

সুনেত্রার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

জায়েদ খান বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে তার ফেসবুকে মৃত্যুর খবর জানিয়ে এক পোস্টে তিনি লিখেছেন: ‘এক সময়ের জনপ্রিয় নায়িকা, শৈশবে আমার পছন্দের একজন নায়িকা, চোখের প্রেমে পড়ত যে কেউ, তিনি সুনেত্রা। অনেক দিন আগেই বাংলাদেশ ছেড়ে কলকাতায় গিয়েছেন।’

‘আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজকে হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। নীরবে নিভৃতে চলে গেলেন। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায়। আপনি ভালো থাকবেন ওপারে। অনেক চলচ্চিত্র দেখব আর আপনাকে মিস করব।’

সুনেত্রা মূলত ওপার বাংলার অভিনেত্রী। ১৯৭০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। থিয়েটারের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল এই অভিনেত্রীর। ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এই অভিনেত্রী চিত্রনায়ক জসীম, ফারুক, সোহেল রানা, আলমগীর, ওয়াসিম, ইলিয়াস কাঞ্চন, জাফর ইকবাল, নাদিম (পাকিস্তান), মান্নার বিপরীতে অভিনয় করে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা।

সুনেত্রার দর্শকপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বোনের মতো বোন’, ‘যোগাযোগ’, ‘ভুল বিচার’, ‘সাজানো বাগান’, ‘শুকতারা’, ‘সুখের স্বপ্ন’, ‘রাজা জনি’, ‘বাদশা ভাই’, ‘ছোবল’, ‘ভাই আমার ভাই’, ‘দুঃখিনী মা’, ‘নাচে নাগিন’, ‘সর্পরাণী’, ‘বিক্রম’, ‘লায়লা আমার লায়লা’, ‘শিমুল পারুল’, ‘ভাবীর সংসার’, ‘আমার সংসার’, ‘ধনরত্ন’, ‘নির্দয়’, ‘সাধনা’ ও ‘আলাল দুলাল’।

Share Now

এই বিভাগের আরও খবর