গাজীপুরে চুরি-ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে ব্যবসায়ী ও ছাত্রসমাজের মানববন্ধন
মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর টংঙ্গী বাজারের সকল ব্যবসায়ী ও ছাত্রসমাজ একত্রিত হয়ে সকল প্রকার চুরি-ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন করেছেন টঙ্গী বাজারের ব্যবসায়ী ও ছাত্রসমাজ।
টঙ্গী বাজার গোল চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে টঙ্গী বাজারের সকল ব্যবসায়ী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীরা সকল প্রকার চুরি ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ হয়ে ব্যবসায়ীদের সাথে কাজ করবেন বলে জানান।