বগুড়ার শিবগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিলেন সাংবাদিকরা

আপডেট: August 9, 2024 |
inbound3712729529773642777
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আওতাধীন শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিকরা হিন্দু ধর্মালম্বীদের খোঁজখবর নিয়েছেন।

৮ আগষ্ট (বৃহস্পতিবার) বিকালে বগুড়ার উপজেলার বড় নারায়ণপুর, কামারপাড়া, রথবাড়ি ও সাদুল্যাপুরসহ বিভিন্ন গ্রামের হিন্দু ধর্মালম্বীদের খোঁজ খবর নেয় সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক, সংগঠনের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, কার্য নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, সাজু মিয়া, আনোয়ার হোসেন, বাকী বিল্লাহ, মিজানুর রহমান, মাহমুদুল হাসান তৌহিদ, আহসান হাবীব ও ওসমান গণি। এতে প্রায় ৫শত হিন্দু ধর্মালম্বী মানুষেরা অংশগ্রহণ করেন।

সাংবাদিক নেতারা হিন্দু ধর্মালম্বীদের বলেন, আমরা একে অপরের পরিপূরক এবং একত্রে মিলেমিশে বসবাস করছি, কিছু দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল নিজেদের কুৎসিত মনোবাসনা পূরণের জন্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে।

আমরা প্রশাসনের সহযোগিতায় তাদের প্রতিহত করে সকল সংকটকে পেছনে ফেলে আগামীর বাংলাদেশকে সুন্দর ভাবে গড়তে চাই।

Share Now

এই বিভাগের আরও খবর