আরিয়ান খানের ওয়েব সিরিজে সালমান খান

আপডেট: September 17, 2024 |
boishakhinews 40
print news

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। খুব শিগগির বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। তবে বাবার মতো ক্যামেরার সামনে কাজ করার ইচ্ছা নেই আরিয়ান খানের। নিজের ক্যারিয়ার গড়তে চান পরিচালক হিসেবে। ফিল্ম মেকিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন শাহরুখ-গৌরীর প্রথম সন্তান।পরিকল্পনা অনুযায়ী, পরিচালনার কাজ শুরু করেছেন আরিয়ান খান। এর আগে বিজ্ঞাপনও নির্মাণ করেছেন। এখন নির্মাণ করছেন ওয়েব সিরিজ; যার নাম ‘স্টারডম’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মোনা সিং। ছেলের ওয়েব সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এবার জানা গেল, আরিয়ানের নির্দেশনায় সিরিজটিতে অভিনয় করলেন সালমান খান।একটি সূত্র নিউজ১৮-কে বলেন, ‘আরিয়ান খানের ওয়েব সিরিজের একটি এপিসোডে দেখা যাবে সালমান খানকে। এরই মধ্যে সালমান খান তার অংশের শুটিং শেষ করেছেন। তবে শাহরুখ-সালমানকে সম্ভবত একসঙ্গে কোনো এপিসোডে দেখা যাবে না। আরিয়ানের সিরিজে দুই তারকার উপস্থিতির খবর পেয়ে উচ্ছ্বসিত তাদের ভক্ত-অনুরাগীরা।’সালমান খানকে ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়ার পর সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। এ তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, “স্টারডম’ ওয়েব সিরিজে ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য যখন সালমান খানকে প্রস্তাব দেওয়া হয়, তখন দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করেননি তিনি। শাহরুখ খান ও তার পরিবারের সঙ্গে সালমানের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তাই আরিয়ানকে ‘হ্যাঁ’ বলতে সময় ব্যয় করেননি সালমান।”
‘স্টারডম’ ওয়েব সিরিজে একঝাঁক তারকাকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। এ তালিকায় রয়েছেন— রণবীর কাপুর, রণবীর সিং, করন জোহর, ববি দেওল, বাদশা প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর