বগুড়ায় নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

আপডেট: September 18, 2024 |
inbound3971219786665312350
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে নকল সোনার মূর্তি দিয়ে,প্রতারণার সময় হাতেনাতে দুই প্রতারক গ্রেফতার।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বগুড়ার কাহালু উপজেলার মহিষামুড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুই প্রতারক হলেন-দুপচাঁচিয়া উপজেলার খাগড়া গ্রামের ওছমানের ছেলে আরাফাত হোসেন সবুজ(৩৩) ও ভান্ডুরিয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে সোহেল (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন চরবসন্তপুর গ্রামের রুবেলের সাথে গ্রেফতারকৃত প্রতারকদের বগুড়ায় পরিচয় হয়।

সেই পরিচয়ের সুবাদে প্রতারণার ফাঁদ পাতে প্রতারক চক্র। ঘটনার দিন মুহিষামুড়া এলাকায় ৫০ (পঞ্চাশ) হাজার টাকা নিয়ে আসে রুবেল।

তার কাছ থেকে ওই ৫০ হাজার টাকা বিনিময়ে একটি নকল সোনার মূর্তি দেওয়ার সময় স্হানীয় জনতার নজরে পড়লে জনতার সহায়তায় তাদেরকে আটক করে পুলিশ।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ১১০ গ্রাম ওজনের একটি নকল সোনার মূর্তি।

কাহালু থানার এসআই মোঃ রেবেল হোসেন জানান, এঘটনায় প্রতারিত ব্যক্তি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর