কুষ্টিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে বিএনসিসি-রোভারের কার্যক্রম শুরু

আপডেট: November 3, 2024 |
inbound4548780737214763432
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যুক্ত করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকালে এ বিষয়ে কুষ্টিয়া শহরের কলেজ মোড় থেকে বিএনসিসি ও রোভারের অংশগ্রহণে ‘ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কার্যক্রম’ শুরু হয়।

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো: রুহুল আমিন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, আমাদের কলেজের সামনে উত্তর দিকে প্রধান সড়ক মীর মোশাররফ হোসেন সড়কে রাস্তায় ফুটপাত দখল করে থাকে।

এছাড়াও কয়েকটি প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার রাস্তায় যত্রতত্র যানবাহন পার্কিং করা হচ্ছে। তাদের যথেষ্ট পার্কিং নেই।

এছাড়াও যত্রতত্র ইজিবাইক ও রিকশা যেখানে সেখানে থামানো এ গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক শৃঙ্খলাকে কাঙ্ক্ষিত পর্যায়ে আনার জন্য আমাদের কলেজের বিএনসিসি ও রোভার সদস্যদের মাধ্যমে প্রতিদিন দেড় ঘণ্টা করে দায়িত্ব পালনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ কর্মসূচির মাধ্যমে শহরের কলেজ মোড় এলাকার ট্রাফিক বিভাগের কাজে যেমন গতিশীল হবে, তেমনি জেলার ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জনভোগান্তি অনেক কমে আসবে।

এভাবেই জনসাধারণকে সচেতন ও সম্পৃক্তকরণের মাধ্যমে শহরের ট্রাফিক শৃঙ্খলা উন্নয়ন সম্ভব বলেও মনে করেন তিনি।

এর আগে কলেজ শিক্ষক মিলনায়তনে বিএনসিসি ও রোভারের অংশগ্রহণে ‘ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কার্যক্রম’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো: রুহুল আমিন।

এসময় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আনসার হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো: আব্দুল কুদ্দুস খান, বিএনসিসি’র প্রধান প্রফেসর ড. নবীনূর রহমান খান, রোভার প্রধান শামসুল ইকবাল খান, বাংলাভিশন ও দেশ রুপান্তর এর কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল ও বার্তা২৪.কমের স্টাফ করেসপন্ডেন্ট এসএম জামাল প্রমুখ।
সভায় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর