কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত

আপডেট: November 3, 2024 |
inbound1243880991132743000
print news

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ড্র অনুষ্ঠিত হয়েছে। খেলা শুরু হবে আগামী ১৩ নভেম্বর থেকে।

রবিবার (০৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০২ নম্বর রুমে অনুষ্ঠিত হয়।

চারটি গ্রুপে ভাগ করা হয় ১৯ টি বিভাগকে। এতে ‘এ’ গ্রুপে রয়েছে– ইংরেজি, লোক প্রশাসন, এএসআই, আইন এবং নৃবিজ্ঞান বিভাগ। ‘বি’ গ্রুপে রয়েছে– প্রত্নতত্ত্ব, গণিত, ফার্মেসী, সিএসই এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ।

‘সি’ গ্রুপে রয়েছে– অর্থনীতি, আইসিটি, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, বাংলা এবং মার্কেটিং বিভাগ। ‘ডি’ গ্রুপে রয়েছে– গণযোগাযোগ ও সাংবাদিকতা, পরিসংখ্যান, রসায়ন এবং পদার্থবিজ্ঞান বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটি আহবায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, আমরা দায়িত্ব পাবার পর থেকেই শিক্ষার্থীদের টুর্নামেন্টের সাথে যুক্ত করার চেষ্টা করেছি৷

আমাদের টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ১৩ নভেম্বর। আমরা জার্সির ব্যাপারে বিভিন্ন স্পন্সরশিপ সংগ্রহের চেষ্টা করছি। ইনশাআল্লাহ যদি এটার ব্যবস্থা হয় তাহলে সব বিভাগের জন্যই ভালো হবে।

বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলম বলেন, আজকে খুব সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে ড্র অনুষ্ঠিত হয়েছে।

সকল বিভাগের প্রতিনিধি উপস্থিত থাকায় ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি একটি উৎসবমুখর টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

উক্ত ড্র অনুষ্ঠানে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, আইন বিভাগের প্রভাষক অধ্যাপক সৌরভ হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Share Now

এই বিভাগের আরও খবর