ইন্দুরকানীতে নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার


মোঃ মামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানি প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কঁচা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে কঁচা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ভান্ডারিয়া থানা পুলিশ অর্ধগলিত একটি লাশ কঁচা নদীতে ভাসতে দেখার খবর পেয়ে পাড়েরহাট পুলিশ ফাঁড়িকে জানায়।
পরে পাড়েরহাট নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত কিশোরের আনুমানিক বয়স ১০ থেকে ১১ বছর। তার পড়নে ছিল কালো হাফ প্যান্ট, গায়ে কালো গেঞ্জি। তার ডান হাত পুরো ব্যান্ডেজ করা।
পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস ছালাম জানান, কিশোরের ঐ অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিচয় সনাক্ত না হওয়ায় পিরোজপুর সরকারি গোরস্থানে দাফন করার প্রস্তুতি চলছে।
লাশটি নদীর ভান্ডারিয়া অংশে পাওয়ায় ওই থানায় একটি ইউডি মামলা দায়ের হবে বলে জানান তিনি।