বেরোবি শিক্ষার্থীদের বাস কিনতে ২০ লাখ টাকা দিলো রূপালী ব্যাংক

আপডেট: January 2, 2025 |
inbound8895981584182657864
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি ২০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রূপালী ব্যাংক পিএলসি রংপুর শাখার জেনারেল ম্যানেজার ও বিভাগীয় প্রধান তানভীর হাসনাইন মাইন চেকটি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর হাতে তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ উদ্যোগের জন্য রূপালী ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, “নতুন বাস যুক্ত হলে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে। রূপালী ব্যাংকের এই সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, রূপালী ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহমুদুল ইসলাম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার ও জোনাল ম্যানেজার মোঃ আব্দুল মোতালেব হোসেন প্রামানিক।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষার্থীরা রূপালী ব্যাংকের এই মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর