টগর সিনেমায় অ্যানাউন্সমেন্ট টিজারে আদর- দিঘী

আপডেট: January 2, 2025 |
boishakhinews 5
print news

আলোক হাসান নির্মাণ করেছেন ‘টগর’ সিনেমা। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ। তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘী। বছরের প্রথম দিনেই সামনে এসেছে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার।

টিজারে দেখা যায়, ছিন্ন-ভিন্ন মরদেহ পড়ে আছে। এর মধ্য থেকে একটি নিথর দেহ টেনে নিয়ে যাচ্ছে এক ভয়ংকর এক ব্যক্তি। পাশেই দাঁড়িয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে এক মেয়ে। মেয়েটি যখন দাঁড়ায়, তখন তার দিকে তেড়ে আসে এক অস্ত্রধারী। সেই অস্ত্র দিয়েই আক্রমণকারীকেই কুপিয়ে হত্যা করে— এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে ‘টগর’ সিনেমার টিজার। অসহায় মেয়েটির চরিত্র রূপায়ন করেছেন দীঘি।

আদর আজাদ বলেন, “এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।”

অন্যদিকে দিঘী বলেন, “গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।”

নতুন বছরের চমক হিসেবে আসছে ‘টগর’ সিনেমা। রক্ত আর প্রতিশোধের গল্প নিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা আলোক হাসান।

Share Now

এই বিভাগের আরও খবর