জয়পুরহাটে জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: January 24, 2025 |
inbound827057297433000450
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জেলার বিভিন্ন স্তরের নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়ন, নাগরিক অধিকার এবং স্থানীয় সমস্যা নিরসনে ছাত্র জনতা সহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জয়পুরহাট জাতীয় নাগরিক কমিটি এক মত বিনিময় রাইজিং সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মুস্তাফিজ, কেন্দ্রীয় সহ মুখপাত্র তাহসিন রিয়াজ, কেন্দ্রীয় সংগঠক সাকিব মাহাদী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটের অন্যতম সমন্বয়ক আশরাফুল ইসলাম ও নাজমুস সাকি, জাতীয় নাগরিক কমিটির জয়পুরহাট জেলা সংগঠক প্রকৌশলী গোলাম মর্তুজা, সোহেল রানা ওমর আলী বাবু ও রাশেদুজ্জামান আল হাসান।

প্রধান অতিথি মুনিরা শারমিন বলেন আমরা সে সিস্টেমটা ভাঙতে চাই, যে সিস্টেমে যে কেউ, আমি প্রধানমন্ত্রী হলেও যেন আমাকে ফ্যাসিবাদী ব্যবস্থার একটা দানব না বানিয়ে ফেলে। এই পরিবারতন্ত্রের জন্য তো সাকিব আনজুম জীবন দেয়নি।

আমরা দেখছি যে, ৫ তারিখের পর থেকে শুধু মনে হচ্ছে যে হাতবদল। কিছু কিছু গোষ্ঠী নিজেদের নির্বাচিত মনে করছে। মানসিকভাবে মনে করছে যে ক্ষমতায় চলে গিয়েছে। পরিবারতন্ত্রের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।

নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মুস্তাফিজ বলেন, বর্তমানে ইলেকশনের একটা তাড়া দেখা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, তাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে আমরা সেই জায়গাটা ফিল করি।

কিন্তু এখনই যদি নির্বাচন হয়, তাহলে আমরা পুরনো ফ্যাসিবাদের জায়গায় ফিরে যাব। আমরা সেই জায়গাটাই আসলে ফিরে যেতে চাই না।

কেন্দ্রীয় সহমুখপাত্র তাহসিন রিয়াজ সভায় উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা যদি চান, জাতীয় নাগরিক কমিটি থেকেও ব্যালটের রাজনীতি হবে।

আপনাদেরকে নিয়েই হবে। আগামী দিনের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী আপনারাই হবেন। আপনাদের মধ্য থেকেই হবে। সে লক্ষ্যেই কাজ করতে হবে।

এছাড়া তিনি আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কমিটির সমন্বয়ে – জয়পুরহাট রাইজিং আগামী মাসে একটি বড় আকারের সচেতনতা ক্যাম্পেইনের আয়োজন করবে। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবে।

জাতীয় নাগরিক কমিটির জয়পুরহাট জেলার সংগঠক ওমর আলী বাবু সমাপনী বক্তব্যে বলেন, আমরা জয়পুরহাটবাসীর কাছে আহ্বান জানাই, সকলে একত্রে কাজ করে আমাদের জেলা এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাব।

Share Now

এই বিভাগের আরও খবর