বগুড়ায় কৃষকদের নিয়ে মাঠ দিবস বারি ১৪-সরিষা প্রতি বিঘায় ফলন ৫ মণ

আপডেট: February 5, 2025 |
inbound582617012113174372
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে বারি সরিষা-১৪ উৎপাদন প্রযুক্তি বিষয়ে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

০৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেলা ১২টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার কোলাকোপা সুবোধ বাজারে কৃষকদের নিয়ে মাঠ দিবসের আয়োজন করে সরজমি গবেষণা বিভাগ।

বিএআরআই ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগ কৃষিবিদ ডঃ মোঃ মাহমুদুল হাসান সুজার সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

বিএআরআই বগুড়ার সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ডঃ মুহম্মদ তানবীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসলা গবেষণা কেন্দ্র বগুড়ার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ জুলফিকার হায়দার প্রধান,গ্রীন কলাকোপা সেস্ট এর ব্যবস্হাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান,বিএআরআই রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মুহাম্মদ শহিদুল আলম,বগুড়া বিএআরআই এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের ডঃ মোহাম্মদ তৌহিদুর রহমান গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বিএআরআই বগুড়ার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগের ডঃ রহমত আলী মোল্লা।

মাঠ দিবসে কৃষকের উদ্দেশ্যে কৃষিবিদ ডঃ মোঃ মাহমুদুল হাসান সুজা জানান,বারি-১৪ সরিষা জাতটি ৭৫-৮০ দিনের মধ্যে কর্তন করা যায়।

প্রতি বিঘায় ফলন হয় ৫ মণের অধিক।এতে দুই ফসলি জমি তিন ফসিল জতিতে রুপান্তর হয় এবং ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে।কৃষক আমন ধান করার পর অল্প সময়ের জন্য বারি-১৪ সরিষা চাষ করে সহজেই বোরো ধান আবাদ করতে পারে।

কৃষিবিদ সুজা আরো জানান,বর্তমানে বাংলাদেশ প্রায়-২৫ লাখ টন ভোজ্য তেলের প্রয়োজন।এই ভোজ্য তেলের মাত্র ২০-২৫ শতাংশ আসে দেশের উৎপাদিত বিভিন্ন তেল জাতীয় ফসল হতে।

তেল জাতীয় ফসলের মধ্যে সরিষা অন্যতম।বাংলাদেশ বর্তমানে ৮ লাখ হেক্টর জমিতে প্রায় ১২ লাখ টন সরিষা উৎপাদিত হয়।মোট উৎপাদিত সরিষা থেকে প্রায় ৩-৩,৫ লাখ টন ভোজ্য তেল পাওয়া যায়।

যা ভোজ্য তেলের প্রায় ১৫ থেকে ১৮ শতাংশ চাহিদা পূরণ করে থেকে। বগুড়াতে প্রায় ৪০-৫০ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে,যার সম্ভব্য ফলন হবে প্রায় ৪৫-৫০ হাজার টন।

যদি সম্ভব্য সকল জমিতে সরিষা চাষাবাদ করা যায় তাহলে ৭০ থেকে ৭৫ হাজার টন সরিষা উৎপাদিত হবে।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে এ পর্যন্ত প্রায় ২০টি উন্নত সরিষার জাত উদ্ভবিত হয়েছে।

তেল জাতীয় ফসলের এরিয়া বৃদ্ধির মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি করে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো যাবে।যার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচের হাত থেকে দেশ রক্ষা পাবে।

Share Now

এই বিভাগের আরও খবর