জাবির শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে কিরণ-সজীব


জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জাবির বাংলা বিভাগের মাহমুদুল হাসান কিরণ সভাপতি ও আইন ও বিচার বিভাগের মেহেদী হাসান সজীব সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের শিক্ষার্থী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) উপদেষ্টা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ওসমান গণি মিথুন, সামিন ইয়াসির বর্ষণ, মিজানুর রহমান, রবিউল করিম সাগর, মো: শামীম হাসান, শায়লা খাতুন, তানসিমুল হাসান সাক্ষর, আফরিনা ইয়াসমিন তামান্না, সোহাগী আক্তার রুনা, আল মোর্শেদুল ইসলাম শাওন, সিলভিয়া স্রোং, আতিয়া ইতি, আর্নল্ড স্রোং, তৌফিক আসিফ, রুকনুজ্জামান রুকন, ফরহাদ হোসাইন, মালিহা আন নূও, শায়লা সালু, সারোয়ার হোসেন, মোবাশ্বিরা শারমিন,
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন, কামরুজ্জামান সাকিব, এরশাদ আলী, মোঃ এম আর নাহিদ, সাব্বির হোসাইন, সৌমিক সিংহ রায়, তৃষাত্ব সাংমা, নাওয়ার বিনতে আজম রোদসী, মাহমুদুল হাসান মিল্লাত, এস কে এম সিয়াম আফরোজ, মাহফুজ আনাম রিয়াদ, তৌহিদুজ্জামান সিয়াম, এ কে এম মাহিন মাহদি আলম, যায়ীদ আল আফরোজ, নাফিসা আহমেদ, সোহানা আক্তার রাত্রি, আসাদুল নাইম।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন,
মোঃ রাকিবুল ইসলাম, রুহুল আমিন রিফাত, মোঃ ওয়াহিদুর রহমান, আশকাতুল জান্নাত আশা, মোঃ শরিফুল আলম সাকিব, মোসাব্বির আল সাকিব, আব্দুল্লাহ আল মামুন, আফরিন জাহান বৃষ্টি, সুমাইয়া আক্তার নীপা, মেহেদী হাসান মনির, সাদিয়া তানজিম মীম, আফসানা শারমিন, ইনজামাম মনির
এছাড়াও কমিটিতে দপ্তর বিষয়ক সম্পাদক: আহসান উল্লাহ নূর,অর্থ বিষয়ক সম্পাদক: তাইন আহম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: খাইরুল ইসলাম নাহিদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক: সিহাহ আহমেদ, শিক্ষার্থীকল্যাণ বিষয়ক সম্পাদক: সাবিকুন নাহার সেতু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক: হুমায়রা হ্যাপি, ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ শরিফুল ইসলাম সরল, আইন বিষয়ক সম্পাদক: মাহফুজা লুবনা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: ফারুক আলম সিদ্দিকি।
শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসান সজীব বলেন, “আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করি।
প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনকে সহজ করা, নিজ জেলার শিক্ষার্থীদের মাঝে ভাতৃত্ববোধ সৃষ্টি, এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে এই প্ল্যাটফর্মটি।
আগামী সপ্তাহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এসময় বরাবরের মত আগত শিক্ষার্থী ও অভিবাবকদের ভর্তি তথ্য সহায়তার জন্য বুথ স্থাপন করা হবে।”
ইতিবাচকভাবে শেরপুর জেলাকে জাহাঙ্গীরনগর তথা সারাদেশে তুলে ধরার ব্যাপারে সচেষ্ট ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান কিরণ বলেন, শেরপুর জেলা ছাত্র কল্যান সমিতির হয়ে এই দায়িত্ব আমার জন্য এক বড় চ্যালেঞ্জ ।
এই স্বীকৃতি আমাকে আরো দায়িত্বশীল এবং প্রতিটি ভালো কাজের অনুপ্রেরণা ও মন্দ কাজের জবাবদিহিতা প্রদান করবে।আমি জেলা সমিতির সকল সদস্যকে নিয়ে খুব গর্ববোধ করতে পারবো তখনই, যখন পিছিয়ে পড়া এই জেলার হয়ে নতুনত্ব অগ্রগামী কাজ করতে পারবো।
শেরপুর জেলার সাধারণ শিক্ষার্থীদের পাশে বিপদে আপদে থাকতে পারলে এবং জেলার প্রতিটি শিক্ষার্থীদের পারস্পারিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতায় এই সংগঠনটি যেনো জাহাঙ্গীরনগরের এক নতুন প্রাণের অস্তিত্বের সঞ্চার ঘটে।