শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ

আপডেট: February 6, 2025 |
inbound293218828714890032
print news

জাবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় সমাজবিজ্ঞান ভবনের সামনে শাখা শিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম, দাওয়াহ সম্পাদক মশিউর রহমান শিক্ষার্থীদের হাতে এ শিক্ষা সামগ্রী তুলে দেন।

এসময় শাখা শিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পর্যাপ্ত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে জাবি ছাত্রশিবির।

inbound1929089780040912834

আমরা বিশ্বাস করি শিশুদের পড়াশোনার ক্ষেত্রে অনুপ্রেরণা অনেক গুরুত্ব বহন করে, অগ্রসর হতে সাহায্য করে। এই অনুপ্রেরণা অব্যাহত থাকলে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

প্রসঙ্গত, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। তার একদিন পর ৭ ফেব্রুয়ারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর