শিবগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শুভ উদ্বোধন


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়েজনে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
০৫ ফেব্রুয়ারি (বুধবার) বেলা ১২ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্ধোধন উপলক্ষে উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন এর সাভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী নির্বাচন অফিসার আল-আমিন,প্রধান শিক্ষক নুরুল ইসলাম, রায়নগর ইউনিয়ন পরিষদের সচিব সয়িব হোসেন,সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, রায়নগর ইউপি সদস্য মহসিন আলী,উৎলিমা রহিয়া,আবু রায়হান প্রমূখ।