জাবিতে মীর মশাররফ হলের নাইট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বম্ব স্কোয়াড

আপডেট: February 6, 2025 |
inbound2207003528189846096
print news

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বম্ব স্কোয়াড। ফাইনাল ম্যাচে টেকটনিক টাইটানসকে হারিয়ে এ গৌরব অর্জন করে তারা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে হল সংলগ্ন মাঠে এক জমজমাট ম্যাচের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী টুর্নামেন্টের পর্দা নামলো আজ।

ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৬২ রান করে টেকটনিক টাইটানস। ৬৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৮ ওভার ৪ বলে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় বম্ব স্কোয়াড৷

৭ উইকেটে জয়লাভ করে টানা দুইবারের চ্যাম্পিয়ন বম্ব স্কোয়াড। ২৩ রান ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বম্ব স্কোয়াডের নাঈম। অপর দিকে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন রাফসান সিয়াম।

এর আগে, হলের ৪৮ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে গত ২৭ জানুয়ারি মীর মশাররফ হল সংলগ্ন মাঠে শুরু হয় নাইট শর্ট পিচ টুর্নামেন্ট৷ মোট ১২ টি টিমের অংশগ্রহণে গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল পেরিয়ে ৫ ফেব্রুয়ারী পর্দা নামলো জমজমাট এ টুর্নামেন্টের।

চ্যাম্পিয়ন টিম একটা খাসি এবং রানার্স আপ টিম দুইটা রাজহাঁস জিতে নেয়। এ আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে ছিলো মেথড ও সুপারমার্ট।

বিজয়ী টিমের ক্যাপ্টেন আনিথ আহম্মেদ বলেন, এক সপ্তাহ ধরে খুব চমৎকার একটা টুর্নামেন্ট চলেছে। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল হলের সবার মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা।

খেলার আমেজে তাই প্রকাশ পেয়েছে। সামনের দিনগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে৷

এ টুর্নামেন্টের আয়োজক ছিলো মীর মশাররফ হোসেন হলের ৪৮ ব্যাচের শিক্ষার্থীরা৷ আয়োজক কমিটির পক্ষে মজনু বলেন, আন্দোলন পরবর্তী সময়ে অনেকদিন যাবৎ হলে একটা স্থবিরতা বিরাজ করছিলো।

একটা টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে পুরো হলেই সজীবতা ফিরে এসেছে। হলের সবার অংশগ্রহণে টুর্নামেন্ট সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হল প্রভোস্টসহ হলের সকল শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাচ্ছি।

হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, ৪৮ ব্যাচের আয়োজনে চমৎকার একটা টুর্নামেন্ট আয়োজিত হলো। শিক্ষার্থীদের সবার মধ্যে একটা অংশগ্রহণ এবং প্রফুল্লতা দেখতে পেয়েছি। আশা করি এটা দিনগুলোতেও পড়ার টেবিলে ফিরে যাবে হলের জন্য গৌরব বয়ে আনবে।

Share Now

এই বিভাগের আরও খবর