বগুড়ায় ৮কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: February 6, 2025 |
inbound2022525600117702296
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের সান্তাহার সার্কেলের সদস্যরা।

০৫ ফেব্রুয়ারি (বুধবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার আদমদীঘি উপজেলের সান্তাহারের হবির মোড় এলাকার আনিকা প্রেট্রোল পাম্পের নিকট অভিযান পরিচালনা করে ৮কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা।

গ্রেফতারকৃত ওই দুই মাদক ব্যবসায়ী হলেন-লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলাধীন পূর্ব ফকিরপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মাহাদী খান (২৭) ও নাটোর জেলার উত্তর চৌকিরপাড়া গ্রামের ফনিচন্দ্র চৌধুরীর ছেলে নয়ন কুমার চৌধুরী (৩৪)।

মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান,বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি সান্তাহারের হবির মোড় নামক স্হানের আনিকা ফিলিং স্টেশনের নিকট অভিযান চালিয়ে একটি মিনি ট্রাকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান,এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর