বগুড়ায় স্কুলছাত্র ফাহিম হত্যা মামলায় রাব্বী গ্রেফতার


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় স্কুলছাত্র মোঃ ফাহিম হোসেন(১৬) হত্যা মামলায় রাব্বী(১৯) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
গ্রেফতারকৃত আসামী রাব্বী বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালি ইউনিয়নের সাতগ্রামের রুস্তম আলীর ছেলে।
রাব্বী পেশায় নির্মাণ শ্রমিক। সে মা-বাবার সঙ্গে বগুড়া শহরের চকফরিদ কলোনী এলাকায় ভাড়া বাসায় থাকেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জুর সরকার।
জবানবন্দিতে রাব্বী বলেন, ফাহিমের সহপাঠী তরিকুল ইসলাম ফাহিমকে হত্যা করার জন্য তাঁদের ভাড়া করেন। তরিকুলের কাছ থেকে ৫০০টাকা কেড়ে নেওয়ার জেরে ফাহিমকে হত্যা করা হয়েছে।
এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বগুড়া শহরের কলোনী একাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাতে ফাহিমকে হত্যা করা হয়।
ফাহিম শহরের ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং চকফরিদ কলোনী এলাকার মোঃ ফরহাদ হোসেনের ছেলে।
এ হত্যাকান্ডের ঘটনায় ফাহিমের বাবা ফরহাদ হোসেন গতকাল রাতে বগুড়া সদর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
এতে রাব্বীর নামও উল্লেখ করা হয়। অন্য আসামীরা হলেন-বগুড়া শহরের লতিফপুর কলোনী এলাকার মোঃ সীমান্ত (২১),একই এলাকার তরিকুল ইসলাম (১৯), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাগ্রামের জাকির হোসেন(২০) এবং শাজাহানপুর উপজেলার বেজোড় গ্রামের শ্রাবণ (১৯)।এতে আরও চারজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বনানী ফাঁড়ির উপ-পরিদর্শক ফজলে এলাহী বলেন,ঘটনার রাতেই অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামী মোঃ রাব্বীকে চকফরিদ কলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রাব্বী আদাতলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানে রাজি হওয়ায় তাঁকে মঙ্গলবার বিকালে আদালতে হাজির করা হয়।
অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রাব্বী স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, পূর্ব বিরোধের জেরে ৬ ফেব্রুয়ারি ফাহিম সহপাঠী তরিকুলের কাছ থেকে ৫০০ টাকা কেড়ে নেন।
এনিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়।সহপাঠী ফাহিমের ওপর বদলা নিতে তরিকুল বন্ধুদের ভাড়া করেন।তরিকুের হয়ে সীমান্ত, রাব্বীসহ কয়েকজন সোমবার সন্ধ্যায় ফাহিমকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বগুড়ার কোট ইন্সপেক্টর মোসাদ্দক হেসেন বলেন,ফাহিম হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী রাব্বী ১৬৪ ধারায়
স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করার পর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।