বগুড়ায় মাছ-মিষ্টিতে জমজমাট পোড়াদহ মেলা

আপডেট: February 12, 2025 |
inbound1997213517252793156
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পোড়াদহ নামকস্হানে চারশা বছর আগে থেকে সন্ন্যাসী পূজা উপলক্ষে ইছামতি নদীর তীর ঘেঁষা ব্যক্তি মালিকানা জমিতে একদিনের মেলা হলেও এর রেশ থাকে কয়েকদিন।

বাংলা বছরের মাঘ মাসের শেষ অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবারে এই মেলা অনুষ্ঠিত হয়।

১২ ফেব্রুয়ারি (বুধবার) ভোর থেকে বগুড়া গাবতলার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলে অনুষ্ঠিত হয়েছে।

এই মেলা উপলক্ষে আশেপাশের গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজন ভীড় জমায়। ধুমধাম করে খাওয়াতেই হবে-যা অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে।

এই পোড়াদহ মেলাকে ঘিরে উপজেলার দূর্গাহাটা হাইস্কুল মাঠ,দাড়ইল বাজার,সাবগ্রাম, অদ্দিরগোলা পাচমাইল বাজারসহ বিভিন্ন স্হানে মেলা বসানো হয়।

মেলায় আকর্ষণ বড় বাথাআইড়, বোয়াল,কাতলা,রুই,ব্লাক কার্প,গ্রাস কার্প,মৃগেল,সিলভারকার্প ব্রিগেড, মিনারকার্প,চিতলসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের মাছ।

inbound2464008682632446620

এবার মেলায় ৩৫ কেজি ওজনের বাঘাআইড় বিক্রি হয়েছে ১৭০০টাকা কেজি,২৭ কেজি ওজনের কাতলা বিক্রি হয়েছে ১৪০০ টাকা কেজি, ২০,কেজি ওজনের ব্লাগ কার্প বিক্রি হয়েছে ১০০০টাকা কেজি এবং মাছ আকৃতির ১৫ কেজি ওজনের মিষ্টি ৬৫০টাকা কেজি দরে বিক্রি হয়েছে। রকমারি জাতের মাছ এ মেলার প্রধান আকর্ষণ।

inbound3180269854925291923

বুধবার ভোর হওয়ার আগেই প্রতিটি আড়তে আনা হয় বড় আকারের মাছগুলো। আর ভোর থেকেই আড়তে আড়তে ছুটে যান খুরচা ব্যবসায়ীরা।

চাহিদা অনুযায়ী তারা মাছ কেনেন।পরে মাছের পসরা সাজিয়ে দোকানে দোকানে জেঁকে বসেন এসব ব্যবসায়ীরা।দিনভর দোকান গুলোতে চলে ধুমছে কেনাকাটা।

মেলায় রুই,কাতলা,মৃগেল বোয়াল, সিলভারকার্প,ব্রিগেট কালবাউস,পাঙ্গাস,মিনারকার্প, বাঘাআইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়।

এবার মেলায় বড় রুই ৭০০-৮০০ টাকা কেজি,কাতলা ৮০০-৯০০টাকা কেজি,সিলভারকার্প ৫০০-৬০০টাকা কেজি,কার্প মাছ ৩৫০ টাকা কেজি,চিতল ১২০০টাকা কেজি বোয়াল ১২০০ টাকা কেজি,বাঘাআইড় ১৬০০ টাকা কেজি,গ্লাসকার্প ১২০০ টাকা কেজি,যমুনার পাঙ্গাস ১২০০ টাকা কেজি,এবং ২ থেকে ৪ কেজি ওজনের ছোট মাছ ৩০০-৪০০ টাকা কেজি বিক্রি হয়েছে।

বাহারি মিষ্টান্ন সামগ্রী এ মেলার আরেক আকর্ষণ। মাছ আকৃতির মিষ্টি, রসগোল্লা,সন্দেশ,জিলাপি,নিমকি,তিলের নাড়ু, খই,শুকনা মিষ্টি পাওয়া,যায়।

দের থেকে দুই কেজি ওজনের পোড়াদহ মেলার অন্যতম আকর্ষণ। ১২ কেজি ওজনের মাছ আকৃতির মিষ্টি ছিল এবার প্রধান আকর্ষণ।

এছাড়াও মেলায়,বাহারি ডিজাইনের কসমেটিকস, খেলনা,গিফট সামগ্রী, চুড়ি, কানের দুল, মালা,কাজলসহ নানা ধরনের প্রসাধনী,ও খেলনা পাওয়া যায়। এছাড়াও মেলায় পাওয়া যায় কাঠের, স্টিলের ও লোহার বিভিন্ন আসবাবপত্র।

Share Now

এই বিভাগের আরও খবর