আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান

আপডেট: February 21, 2025 |
boishakhinews 33
print news

 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই দিন লড়াই করেছে গ্রুপ এ’র চারটি দল। গ্রুপ বি থেকে প্রথম খেলায় এবার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) করাচিত টস জিত ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে, মাঠে নামার আগে ধাক্কা খেয়েছে আফ্রিকা শিবির। এলবোর ইনজুরিতে ছিটকে যান বিস্ফোরক ব্যাটার হেনরিক ক্লাসেন।

আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী বলেছেন, ‘‘টস জিতলে আমরাও ব্যাটিং নিতাম। ভালো শুরু করার দিকে এখন আমাদের নজর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের ভালো স্মৃতি রয়েছে।’’

এদিকে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার চিন্তা উইকেট নিয়ে, ‘‘পাকিস্তানে যেমন উইকেট হয় সাধারণত তার থেকে এটি ভিন্ন। আমি নিশ্চিত নই উইকেটের আচরণ কেমন হয়।’’

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, রশিদ খান, ফজল হক ফারুকী, নূর আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ

রায়ান রিকেল্টন (ডব্লিউ), টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (সি), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ওয়ায়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

Share Now

এই বিভাগের আরও খবর