বেরোবিতে মশাল মিছিল: অপরাধ দমনের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

আপডেট: February 27, 2025 |
inbound7041764081378402878
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি; রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল করেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে খামার মোড় ঘুরে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

শিক্ষার্থীরা ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে শ্লোগান দেন এবং এসব অপরাধ দমনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “দেশে ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকাণ্ডে আমরা শঙ্কিত। নিরাপত্তাহীনতার এই পরিস্থিতি দূর করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আমরা আরও বৃহৎ আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।”

শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

তারা নারীদের প্রতি সহিংসতা, শিশু নির্যাতন এবং সামাজিক নিরাপত্তাহীনতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর