দয়া করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না : ওমর সানী

আপডেট: March 2, 2025 |
boishakhinews 5
print news

বাজারে সয়াবিন তেলের সংকট নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক ওমর সানী। দ্রব্যমূল্য সিন্ডিকেটকারীদের উদ্দেশ্যে তার মন্তব্য ঠিক এরকম, এখনো আপনাদের হারামিপনা কমে নাই।

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘হঠাৎ করে সয়াবিন তেল উধাও। তার মানে, এখনো আপনাদের হারামিপনা কমে নাই।

এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই।’
ওমর সানী আরো লিখেন, ‘দয়া করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। এগুলো করলে দেখবেন সব হারাতে হবে। কিছুদিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যান্সার, বউ নাই, বাচ্চা কেউ নাই।


এদিকে সানীর পোস্টের সঙ্গে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। সিন্ডিকেট নিয়ে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘হোক প্রতিবাদসহ গণ ধোলাই; যেন এই রমজান উপলক্ষে দেশের সমস্ত সিন্ডিকেট ভেঙ্গে চুরমার হয়ে যায়।’

Share Now

এই বিভাগের আরও খবর