ঠাকুরগাঁওয়ে সৎভাইকে মেরে ভুট্টাক্ষেতে ফেলে রাখার অভিযোগে বড়ভাই আটক

আপডেট: March 6, 2025 |
inbound5815765479153327082
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে সিয়াম (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই শিশুর সৎভাই লাইস (১৪) কে আটক করেছে পুলিশ।

সিয়াম ইনুয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পরিবার ও থানা সূত্রে জানা যায় যে , বৃহস্পতিবার দুপুরে সিয়ামকে বাড়িতে রেখে পাশের মাঠে গরুর জন্য ঘাস আনতে যান সিয়ামের মা। ফিরে এসে দেখেন সিয়াম বাড়িতে নেই ।

পরে তার সৎভাই লাইসকে জিজ্ঞাসা করলে লাইস জানায় সিয়ামকে মেরে ভুট্টাক্ষেতে ফেলে রেখেছে সে। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ভুট্টাক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় সৎভাই লাইসকে আটক করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর