রাণীশংকৈলে চাঞ্চল্যকর মসজিদের ইমাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মনববন্ধন করেছে এলাকাবাসী

আপডেট: March 6, 2025 |
inbound1345558473677043367
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আলোচিত চাঞ্চল্যকর নেকমরদ মতিন মার্কেট মসজিদের ইমাম খাইরুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার নেকমরদ বাজার চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

এসময় আলোচিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী শাহিনুর বেগম, মেয়ে খাদিজাতুল কোবরা, নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাজালাল জুয়েল , বিএনপি নেতা সোহেল রানা, নেকমরদ ইউনিয়ন যুবদলের নেতা কাউসার হাবিব নাখরাজ, নিহতের বন্ধু দবিরুল ইসলাম, নেকমরদ বড় মসজিদের ইমাম সাইদুর রহমান, নিহতের ভাতিজা সোহেল রানা, ভাগিনা মাইনুল ইসলাম সহ স্থানীয়রা।

উল্লেখ্য যে, গত শনিবার (১ মার্চ ) সকালে রাণীশংকৈল উপজেলার নেকমরদ দুর্লভপুর বামনবাড়ী এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় মসজিদের ইমামের লাশ উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ।

নিহত ব্যক্তি মসজিদের ইমামতির পাশাপাশি বামন বাড়ি এলাকার শামসুদ্দিনের মিলে নৈশপ্রহরীর কাজ করতেন। হত্যার ৬দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর