জয়পুরহাটে অবৈধ ৩টি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

আপডেট: March 6, 2025 |
inbound2907012538127269681
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে অবৈধ ৩টি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে মহামান্য হাইকোর্টের আদেশক্রমে জয়পুরহাট জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম এর অংশ হিসেবে জয়পুরহাট  জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী’র নির্দেশনাক্রমে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস।

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর  ইউনিয়নের মেসার্স এম কে টি ব্রিকস,এবং দোগাছী ইউনিয়নে জয়পুরহাট গ্রীন ব্রিকস লিঃ, মেসার্স এম বি এম-২ ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী বুলডোজার দিয়ে অবৈধ ৩টি ইটভাটা ভেঙে দেওয়াসহ সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে আক্কেলপুর উপজেলায় অভিযান পরিচালনা করে মেসার্স আলফালাহ ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভাটার মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ এসব ইটভাটা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব কুমার বিশ্বাস জানান, ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর