হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যায় দম্পতি গ্রেপ্তার

আপডেট: March 12, 2025 |
inbound768211170273159615
print news

রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় রূপা ও নাজিম নামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ফরিদপুর থেকে রূপা ও নাজিমকে গ্রেপ্তার করা হয়।

গত সাত মাস আগে তাদের বিয়ে হয়েছে। ফোনের মাধ্যমে পরিচয়, এরপর তারা একে অপরকে বিয়ে করেন। আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কাছাকাছি চলে এসেছি।

সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বের করতে পারব।’

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, উত্তরখানের পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া।

ওই ফ্ল্যাটে কয়েক দিন আগে রূপা ও নাজিম নামের এই দম্পতি ওঠেন। এরপর সোমবার ভোরে হত্যাকাণ্ড ঘটিয়ে তারা পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই মুজাহিদুর রহমান ভূঁইয়া বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। এজাহারটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করেছে উত্তরখান থানা পুলিশ। মামলায় অজ্ঞাতপরিচয় হিসেবে আসামি করা হয়েছে।

এর আগে সোমবার (১০ মার্চ) সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরানপাড়ার একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে।

দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়।

পরে প্রতিবেশীরা বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর