তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে সাবিলা নূর

আপডেট: March 26, 2025 |
boishakhinews 51
print news

রায়হান রাফি নির্মাণ করছেন ‘তাণ্ডব’ সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এরই মধ্যে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু করেছেন নির্মাতারা।

আগামী ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনে ফার্স্ট লুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ।

সিনেমাটির শুটিং শুরু হলেও শাকিবের বিপরীতে কে থাকবেন তা ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা। খোঁজ নিয়ে জানা যায়, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এটিই হতে যাচ্ছে সাবিলার প্রথম সিনেমা।

‘তাণ্ডব’ সিনেমার বিশেষ একটি চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। তা ছাড়াও সিনেমাটিতে মাত্র ৪০ সেকেন্ডের জন্য হাজির হতে পারেন ঢালিউডের আরেক চিত্রনায়ক।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে ‘তাণ্ডব’ সিনেমার গল্প গড়ে উঠেছে। যদিও সিনেমাটি নিয়ে এখনই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে নারাজ সংশ্লিষ্টরা।

‘তাণ্ডব’ সিনেমার গল্প রায়হান রাফির। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন আদনান আদিব খান।

 

Share Now

এই বিভাগের আরও খবর