ময়মনসিংহ-সিলেটে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আপডেট: April 1, 2025 |
inbound7256512301137412039
print news

ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় এর বেগ হতে পারে সর্বোচ্চ ৬০ কিলোমিটার।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে তীব্র গরম পড়ছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর