মার্চ ফর গাজা :কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী

আপডেট: April 12, 2025 |
inbound6321483240723926957
print news

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান রূপ নিয়েছে মানুষের সমুদ্রে।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল থেকেই ব্যানার, প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে জনতা ছুটে আসে উদ্যানে।

সরেজমিনে দেখা গেছে, শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতসহ বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল এসে জমায়েত হয়েছে উদ্যানে। প্রবেশপথে সক্রিয় ছিলেন স্বেচ্ছাসেবকরা, কর্মসূচিকে সুশৃঙ্খল রাখতে কাজ করেছেন শুরু থেকেই।

1744444298 1

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ও আশপাশে পতাকা বিক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো—বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি সযত্নে সাজানো ফিলিস্তিনের পতাকাও।

1744444335 1

দলমত, বয়স বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন একাত্মতা জানাতে। অনেকেই বলেছেন, এটি শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতির প্রকাশ নয়, বরং এটি মানবতার পক্ষেও এক স্পষ্ট অবস্থান। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনে যেভাবে মুসলমানদের ওপর গণহত্যা চালানো হচ্ছে, তা সহ্য করা যায় না, তাই প্রতিবাদ জানাতে এসেছেন।

1744444399 1

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গাজায় চলমান নৃশংস হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক চেতনা জাগিয়ে তুলতেই এই ব্যতিক্রমধর্মী গণজমায়েতের আয়োজন। বিকেল ৩টা থেকে মাগরিবের নামাজের আগপর্যন্ত চলবে এ কর্মসূচি।

Share Now

এই বিভাগের আরও খবর