বগুড়ার আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা ঢাকায় গ্রেফতার

আপডেট: April 12, 2025 |
inbound1262443818193447036
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ (৬৫) এবং তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুরুজ উদ্দিন কবিরাজ কে (৪০) বগুড়া জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ ঢাকা থেকে গ্রেফতার করেছে।

১২ এপ্রিল (শনিবার) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের একটি আভিযানিক দল ঢাকার আদাবর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে।

এসব তথ্য নিশিত করেছে বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জুর সরকর।

পুলিশের এই কর্মকর্তা জানান,গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর,হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে সুরুজ উদ্দিন কবিরাজ আত্নগোপন ছিলেন।

তাদের নামে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হামলার অভিযোগে, হেলাল উদ্দিনের নামে ৫টি এবং তার ছেলে সুরুজ উদ্দিন কবিরাজের নামে ৪টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, তারা ঢাকার আদাবর এলাকায় আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল ঢাকার উক্ত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত দুইজনকে বগুড়ায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর