এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা, সীমিত যান চলাচল

আপডেট: May 11, 2025 |
inbound7747449228532564837
print news

রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত আন্দোলনকারীরা, যাদের প্রধান দাবি হচ্ছে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার নিশ্চয়তা।

শনিবার (১০ মে) গভীর রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী দলগুলো মঞ্চ ত্যাগের পরপরই আন্দোলনের আহত অংশগ্রহণকারীরা একই স্থানে অবস্থান নেন। তারা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।

রবিবার (১১ মে) সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, শাহবাগের চারটি প্রবেশপথে কড়া ব্যারিকেড।

বাংলামোটর থেকে শাহবাগমুখী গণপরিবহন পুরোপুরি বন্ধ, কিছু রিকশা ও ব্যক্তিগত গাড়ি সীমিত চলাচল করছে। বারডেম হাসপাতালের সামনের রাস্তায় কিছু যানবাহন চললেও মূল মোড় কার্যত অবরুদ্ধ।

আন্দোলনকারীদের ভাষ্য, তারা রাজনৈতিক ব্যানারে থাকলেও তাদের মূল লক্ষ্য ‘জুলাই সনদ’ বাস্তবায়ন।

আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলোকে পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টাকে তারা প্রত্যাখ্যান করছেন।

একধাপ এগিয়ে তারা আওয়ামী লীগকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে বলেছেন, “শুধু নাটকীয় নিষেধাজ্ঞা নয়, আইন প্রয়োগ করে দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।”

একইসঙ্গে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিতে হবে এবং তাদের আজীবন চিকিৎসা নিশ্চিত করতে হবে।

এর আগে শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগ ও এর নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম (সাইবার স্পেসসহ) সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র আগামী কর্মদিবসে জারি হবে। একইসঙ্গে ‘জুলাই ঘোষণাপত্র’ ৩০ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর